দেশজুড়ে

‘বাগেরহাটের আসন বিলুপ্তির সিদ্ধান্ত না বদলালে ইসি ঘেরাও করা হবে’

বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বাগেরহাট-৩ আসন বিভাজন ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছেন। শিগগির নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকার ইসি ভবন ঘেরাও করা হবে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলায় শ্রমিকদলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে বিক্ষোভ ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীমুর রহমান শামীম বলেন, নির্বাচন কমিশনারের যে আরপিও রয়েছে তার নিয়মনীতি লঙ্ঘন ও মানুষের মৌলিক অধিকার হরণ করে রাতের আঁধারে চোরাকারবারির মতো বাগেরহাটের চারটি আসনকে কেটে তিনটিতে পরিণত করেছে। এর মধ্যদিয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছে। এর দায়ে নির্বাচন কমিশনকে জনগণের আদালতে দাঁড়াতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদল নেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন টুটুল উপস্থিত ছিলেন।

আবু হোসাইন সুমন/এমএন/এএসএম