ইলিশ মানেই বাঙালির পছন্দের তালিকায় এক নম্বরে থাকা একখানা স্বাদ! আর সেই ইলিশ যদি টক-ঝাল-মিষ্টির এক অপূর্ব বন্ধনে বাঁধা পড়ে আমড়ার সঙ্গে—তাহলে তো কথাই নেই! চলুন জেনে নেই একদম ভিন্ন স্বাদের এক রেসিপি, আমড়া দিয়ে ইলিশের টক।
উপকরণ১. ইলিশ মাছ ৪ টুকরা২. হলুদ গুঁড়া আধা চা চামচ৩. লবণ স্বাদমতো৪. সরিষার তেল ৩ টেবিল চামচ৫. পাঁচফোড়ন ১ চা চামচ৬. শুকনো লাল মরিচ ২টি৭. পেঁয়াজ বাটা আধা কাপ৮. রসুন বাটা ১ চা চামচ৯. কাঁচা মরিচ ৪-৫টি (চিরে রাখা)১০. আমড়া ৬টি (খোসা ছাড়িয়ে ফালি করে কাটা)১১. তেঁতুলের ঘন ক্বাথ আধা কাপ১২. পানি প্রয়োজনমতো১৩. চিনি আধা চা চামচ
আরও পড়ুন:
ঘরে বসেই ফুচকার ঝাল স্বর্গে ডুব দিন তালের ক্ষীর: ঘরে তৈরি করুন মৌসুমী স্বাদের মিষ্টি খাবাররান্নার ধাপগুলো এক নজরেইলিশ টুকরোগুলোতে হালকা হলুদ ও এক চিমটি লবণ মেখে রেখে দিন প্রায় ১৫ মিনিট। এতে মাছের কাঁচা গন্ধ চলে যাবে এবং রান্নার সময় স্বাদ আরও ফুটে উঠবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে ইলিশ টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, ইলিশের কোমলতা যেন বজায় থাকে।
এখন ওই একই কড়াইয়ে দিন পাঁচফোড়ন ও শুকনো মরিচ। গন্ধ ছড়াতে শুরু করলেই দিয়ে দিন পেঁয়াজবাটা ও রসুনবাটা। নরম করে কষে নিন। মসলা কষা হয়ে এলে মিশিয়ে দিন হলুদ, লবণ ও কাঁচা মরিচ।
এরপর ফালি করা আমড়া দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। এবার দিন তেঁতুলের ক্বাথ। সঙ্গে একটু পানি যোগ করে ঢেকে দিন। আমড়া সেদ্ধ হয়ে কিছুটা নরম হয়ে এলে দিন ভাজা ইলিশ। খুব নরম হাতে নেড়ে দিন যাতে মাছ না ভাঙে। ঢেকে দিন আরও ৫-৭ মিনিট অল্প আঁচে। শেষে এক চিমটি চিনি ছিটিয়ে দিন-এই মিষ্টি টাচটাই ইলিশ-আমড়ার টককে দিবে অনন্য এক মাত্রা।
পরামর্শএই পদটি সবচেয়ে ভালো লাগে সাদা ভাতের সঙ্গে। ভাতের গরম ভাপে যখন টক-মিষ্টি ঝাঁঝালো ঝোল আর ইলিশের ঘ্রাণ মিশে যাবে, তখন আপনি বুঝতে পারবেন-এটাই তো ছিল আজকের স্বাদের গল্প!
জেএস/এমএস