দেশজুড়ে

‘আমাকে হত্যা করা হলে প্রধান আসামি হবেন বিএনপি নেতা’

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা বলেছেন, আমাকে হত্যা করা হলে এ হত্যা মামলার প্রধান আসামি হবেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তার হুকুমে ঈশ্বরদী দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা দোসরা আমাকে হত্যা করতে পারে, এটি আমি প্রকাশ্যেই প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের জানিয়ে গেলাম।

রোববার (৩ আগস্ট) দুপুরে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এভাবেই নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন শামসুদ্দিন মালিথা।

উপজেলা বিএনপির সাবেক এই সভাপতি বলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, আমিসহ ঈশ্বরদী-আটঘরিয়ার পুরাতন বিএনপির নেতাকর্মীরা যখন বিএনপিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ, ঠিক তখনই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা অপবাদ হয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসান এবং আমার বিরুদ্ধে জুবায়ের হোসেন বাপ্পি নামে ঈশ্বরদীর এক যুবদল কর্মী মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে এ বাপ্পির নাম কেউ শুনেনি। হাবিবুর রহমান গংরা এ বাপ্পিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমিসহ ঈশ্বরদী-আটঘরিয়ার বিএনপির নেতাকর্মীরা হাবিব গংয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ।

শেখ মহসীন/জেডএইচ/জিকেএস