ঝিনাইদহের শৈলকূপায় মজুত করা ৮৩১ বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আইয়ুব জোয়ার্দ্দার নামে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আইয়ুব হোসেন উপজেলার দুধসর ইউনিয়নের সার ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাই।
সোমবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাটই বাজারে শুভ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
শৈলকূপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সিরাজুস সালেহীন অভিযানে নেতৃত্ব দেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধি ও সরকারের ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে সার মজুত করে রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভাটই বাজারের শুভ এন্টারপ্রাইজে অভিযানকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার নেই বলে জানানো হয়। পরে ওই প্রতিষ্ঠানের গোডাউনে গিয়ে ৮৩১ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আইয়ুব হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপনে সার মজুদকারী আইয়ু্ব হোসেন লীগ নেতার ভাই।
জানা গেছে, অবৈধ মজুদ করা ৮৩১ বস্তা সারের মধ্যে ৫৪১ বস্তা ডিএপি ও ২৯০ বস্তা এমওপি সার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকার বেশি। দণ্ডিত আইয়ুব আলী জোয়ার্দ্দার সাবেক সাংসদ নায়েব আলী জোয়ার্দ্দারের ভাই। ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে নায়েব আলী জোয়ার্দ্দার তার নামে থাকা বিএডিসি ডিলারশিপ লাইসেন্স আইয়ুব আলী জোয়ার্দ্দারকে হস্তান্তর করেন। তবে, কৃষকরা জানিয়েছেন, আইয়ুব আলী জোয়ার্দ্দারের নামে ডিলারশিপ থাকলেও শুভ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটি নায়েব আলী জোয়ার্দ্দার নেপথ্যে থেকে নিয়ন্ত্রণ করেন।
শাহজাহান নবীন/আরএইচ/জেআইএম