দেশে ইলিশের দাম চড়া। এই অবস্থার মধ্যে দুর্গা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ চেয়ে চিঠি দিয়েছেন, যা এখন বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন বলে জানা গেছে।
গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। তারা আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানি করতে চায়। সে চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে পর্যালোচনা করছেন তারা। তবে এ বিষয়ে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিলেন কলকাতার ব্যবসায়ীরাভারতে ইলিশ গেলো ৫৩৩ মেট্রিক টন, পাঠাতে পারেনি ২৯ প্রতিষ্ঠানপশ্চিমবঙ্গের মাছ আমদানিকদের দেওয়া চিঠিতে অন্তর্বর্তী সরকারকে গত বছর ২হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় ধন্যবাদও দিয়েছেন। গত বছর ছাত্র-জনতার অভ্যুথানের মধ্যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীও ভারতে আশ্রয় নেন। সে সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। ওই পরিস্থিতির মধ্যেও গত বছর ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ চেয়েছিল। তখন জনতার অভ্যুথানে গঠিত সরকার প্রথমে দ্বিধার মধ্যে পড়লেও শেষদিকে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।
তবে সে সময় বাজারের চেয়ে ইলিশের রপ্তানি মূল্য তুলনামূলক কম হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে।
এনএইচ/এসএনআর/জেআইএম