চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কে অক্সিজেন এলাকায় শীতলঝরনা খালের ওপর ভেঙে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (৮ আগস্ট) পরিদর্শনকাল তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিকে সেতুটি পুনর্নির্মাণের নির্দেশ দেন।
আরও পড়ুন
আরও প্রশস্ত করে পুনর্নির্মাণ করা হবে অক্সিজেন সেতুপরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে।
এমইউ/বিএ/এমএস