জাতীয়

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজিদের সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে আগামী ২৫ আগস্ট। পিলখানা বিজিবি সদর দপ্তরে চার দিনব্যাপী চলবে এ সম্মেলন।

এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ রোধ ও সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণসহ একগুচ্ছ বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১০ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে।

আরও পড়ুন পুশইনকে কেন্দ্র করে রৌমারী সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন  গুলি কমেছে, নতুন কৌশলে বাংলাদেশিদের ‘হত্যা’ বিএসএফের 

এবারের সম্মেলনে, সীমান্ত হত্যা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ; ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন; আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে আলোচনা হবে।

এছাড়াও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ; সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ; দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়।

টিটি/এসএনআর/জিকেএস