আজকাল শহরের বেশিরভাগ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে ঘরগুলো হয় ছোট ছোট। কিন্তু ছোট ঘর মানেই যে তা অগোছালো বা ঘিঞ্জি হবে, তা না। কিছু সঠিক কৌশল ব্যবহার করলে ঘর অনেকটাই বড় ও খোলামেলা দেখাতে পারে। জেনে নিন কীভাবে ঘর সাজালে ছোট ঘরও বড় দেখাবে-
হালকা রঙ যেমন সাদা, অফ-হোয়াইট, হালকা নীল বা ফিকে সবুজ রঙ দেয়ালে ব্যবহার করলে বেশি আলো প্রতিফলিত হয়। এতে ঘর দেখায় বড় ও উজ্জ্বল। তাই ছোট ঘরের দেয়ালে গাঢ় রঙ না ব্যবহার করাই ভালো।
২. আয়নার ব্যবহারআয়না আলো প্রতিফলন করে এবং দৃশ্যত জায়গা বাড়িয়ে দেয়। একটি বড় আয়না দেয়ালে টানলে ঘর দ্বিগুণ বড় দেখায়। জানালার সামনে বা আলোর উৎসের বিপরীতে আয়না রাখলে ঘরে আলোর পরিমাণ বাড়ে। তাই ফাঁকা দেওয়ালে একটি ভালো মানের আয়না লাগাতে পারেন।
৩. মাল্টি-ফাংশনাল ফার্নিচারছোট ঘরে বড় বড় ফার্নিচার জায়গা দখল করে ফেলে। তাই সোফা-কাম-বেড, স্টোরেজসহ টেবিল বা ভাঁজ করা যায় এমন চেয়ার ব্যবহার করুন। এতে কম জায়গায় বেশি সুবিধা পাবেন।
অন্ধকার ঘর সবসময় ছোট দেখায়। তাই জানালায় এক রঙের হালকা পর্দা ব্যবহার করুন, যাতে প্রাকৃতিক আলো ঢুকতে পারে। আর সম্ভব হলে সিলিং লাইট, ওয়াল লাইট ও ফ্লোর লাইটের সমন্বয় ব্যবহার করুন। আলো যত বেশি, ঘর ততই খোলা লাগবে।
৫. অগোছালো জিনিসপত্র এড়িয়ে চলুনছোট ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখলে জায়গা কমে যায়। তাই যা ব্যবহার করেন না সেগুলো গুছিয়ে রাখুন বা ফেলে দিন। পরিষ্কার-পরিচ্ছন্ন ও মিনিমাল ঘর বড় দেখাবে।
‘জার্নাল অব এনভায়রনমেন্টাল সাইকোলজি’-এর এক গবেষণায় বলা হয়েছে, ঘরের রঙ, আলো এবং ফার্নিচারের সঠিক ব্যবহার মানুষের মানসিক প্রশান্তি বাড়ায় এবং ছোট জায়গাকেও অনেক বড় মনে হয়। আর আয়না ব্যবহার আলো প্রতিফলন ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
অর্থাৎ, ছোট ঘরকে বড় দেখাতে অনেক অর্থ খরচ করার প্রয়োজন নেই। শুধু কিছু বুদ্ধিদীপ্ত ইন্টেরিয়র পরিবর্তন, আলো-আঁধারের সঠিক ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অভ্যাসই যথেষ্ট।
সূত্র: হেলথলাইন, এনসিবিআই, জার্নাল অব এনভায়রনমেন্টাল সাইকোলজি
এএমপি/এমএস