রাজনীতি

নুরের অবস্থা ভালো না, নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না, তার নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রাশেদ খাঁন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেশের বাইরের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং এক সপ্তাহের মধ্যে দেশে বাইরের নিয়ে যাবে।

আরও পড়ুন: নুরের পুরোপুরি সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে

তিনি বলেন, নুরের ওপর যে হামলা হয়েছে তা নিয়ে পুরো জাতি একতাবদ্ধ। এদেশের মানুষের চাওয়া হলো, যেভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনই জাতীয় পার্টি ও ১৪ দলসহ ফ্যাসিবাদী দলগুলোর সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। এ ঘটনার সঙ্গে যুক্তদের ফুটেজ থাকা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটি সরকারের জন্য লজ্জার।

এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। একই সঙ্গে সব রাজনৈতিক সংগঠনসহ যেসব উপদেষ্টা হাসপাতালে নুরকে দেখতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

রাশেদ খাঁন আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কাজী আল-আমিন/এনএইচআর/এএসএম