দেশজুড়ে

কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে জমেলা বেগম (৭০) নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমেলা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত নূর উদ্দিনের স্ত্রী।  এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ভোরে ঢাকাগামী জোয়ানা পরিবহনের একটি বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী জমেলা বেগম ও পিকআপের যাত্রী হাফিজুর রহমান, শাহীন ও ছোহরাব উদ্দিন গুরুতর আহত হন।পরে আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জমেলা বেগমকে মৃত ঘোষণা করেন।আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস