বিনোদন

মিশন সিক্স দিয়ে জায়েদ খানের যাত্রা শুরু

সম্পূর্ণ অ্যাকশন হিরোরূপে বছর শুরু করছেন ঢালিউডের প্রতিশ্রুতিশীল চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার এফডিসিতে মহরত হওয়া ‘মিশন সিক্স’ ছবির মাধ্যমে তার এ যাত্রা শুরু। আরেক অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেলের পরিচালনায় এ ছবিতে জায়েদ খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শুক্রবার থেকে ছবির টানা শুটিং চলবে। ছবিতে আধুনিক অ্যাকশনের পাশাপাশি মার্শাল আর্টের দুর্দান্ত পারফরমেন্সও থাকবে বলে জানিয়েছেন পরিচালক। জায়েদ খান বলেন, রুবেল ভাই নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। তিনি নিজেই অ্যাকশন হিরো। তাই ছবির জন্য যা যা করণীয় সেটা নিশ্চয়ই ছাড় দেবেন না। তার সঙ্গে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের। দর্শকদের নতুন বছরে ভালো কিছু উপহার দেয়াই আমাদের লক্ষ্য। প্রসঙ্গত, জায়েদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রেম করবো তোমার সাথে’। রাকিবুল আলম রাকিব পরিচালিত এ ছবিটি গেল বছরের শেষদিকে দর্শক মাতিয়েছে বেশ। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন লাক্স তারকা মম। বর্তমানে জায়েদ খান শুটিং করছেন লাভ ইন মালয়েশিয়া, তোমার প্রেমে পড়েছি, মিশন সিআইডি ও কাটাদাগ ছবির। শিগগির শুটিং শুরু হবে জ্বলছে হৃদয় ও প্রিয় বান্ধবী’র। মুক্তি অপেক্ষায় আছে ভালোবাসা সীমাহীন ও নগর মাস্তান ছবি দুটো।