রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ৬৪০ টাকায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছ থেকে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মাছ দুটি কেনেন এক আমেরিকা প্রবাসী।
আরও পড়ুন- লালপুরে সাপের ছোবলে যুবকের মৃত্যুঅভাবে যমজ সন্তান বিক্রির খবরে ছুটে গেলেন ডিসিএকমাত্র জনবল একজন চিকিৎসক, স্বাস্থ্যকেন্দ্রে যান সপ্তাহে একদিন
এর আগে সকালে দৌলতদিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় মাছ দুইটি কিনে নেন। মাছ দুইটি মিলন হলদারের জালে ধরা পড়েছিল।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ কেজি ২০০ ও ২ কেজি সাইজের দুইটি ইলিশ ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে মোবাইলে যোগাযোগ করে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছি।
রুবেলুর রহমান/এফএ/এএসএম