দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পুলিশের সঙ্গে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক এলাকায় ভাঙচুর চালায়। বাধা দিলে পুলিশের উপর চড়াও হয় শিক্ষার্থীরা। তারা ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। এই সংঘর্ষের ঘটনায় চার পুলিশ সদস্য ও তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরুরি বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় পরিবহন বাসচালক চুনকু সরেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস শিক্ষার্থী নিয়ে শহরে প্রবেশের জন্য যাচ্ছিল। এ সময় ক্যাম্পাসের ভিতরেই চলন্ত ওই বাসটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিস্টার-২, লেভেল-১ এর শিক্ষার্থী মনিরুজ্জামান উঠার চেষ্টা করলে পা পিছলে পড়ে যায়। এতে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।এমদাদুল হক মিলন/বিএ