ধর্ম

নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?

প্রশ্ন: নতুন পোশাক কেনার পর বা নতুন কাপড় কিনে পোশাক বানানোর পর তা না ধুয়ে পরিধান করে নামাজ আদায় করা যাবে?

উত্তর: নতুন পোশাক বা কাপড়ে যদি বাহ্যিক কোনো নাপাকির চিহ্ন দেখা না যায়, তাহলে সেটি না ধুয়ে পরা যাবে এবং ওই পোশাক পরিহিত অবস্থায় নামাজও শুদ্ধ হবে। আর যদি নতুন কাপড়ে নাপাকির চিহ্ন দেখা যায়, তাহলে তা পরিধান করার আগে ধুয়ে পাক-পবিত্র করতে হবে।

নাপাক কাপড় পাক করবেন যেভাবে

দেখা যায় না এমন নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়।

দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া উত্তম হলেও জরুরি নয়।

ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুলে কি তা পাক হবে?

যেসব ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয়ভাবে একটা পাইপ দিয়ে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, এরপর স্বয়ংক্রিয়ভাবে কাপড় ভালোভাবে নিংড়ে বা শুকিয়ে আবার ধোয়া যায়, সেসব ওয়াশিং মেশিনে কাপড় ভেতরে রেখে তিনবার ধুলে নাপাক কাপড় পাক হয়ে যাবে।

যেসব ওয়াশিং মেশিনে পানি স্বয়ংক্রিয়ভাবে বের হয় না বা কাপড় ভালো করে নিংড়ানো বা শুকানো যায় না, সেসব ওয়াশিং মেশিনে কাপড় পাক করার জন্য প্রতিবার ধোয়ার পর পানি বদলাতে হবে এবং কাপড় বের করে নিংড়াতে হবে। পানি বদলে ও ভালোভাবে নিংড়ে তিনবার ধুলে কাপড় পাক হয়ে যাবে।

দেখা যায় এমন নাপাকি যদি কাপড়ে লেগে থাকে তাহলে সেটা ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ধুয়ে ফেলাই ভালো। নাপাকিসহ ওয়াশিং মেশিনে দিলে পানির সাথে মিশে সেটা অদৃশ্য নাপাকিতে পরিণত হবে এবং যথানিয়মে তিনবার ধোয়া ছাড়া কাপড় পাক হবে না।

নতুন পোশাক পরিধান করে যে দোয়া পড়বেন

হাদিসে নতুন পোশাক পরিধানের পর আল্লাহর শোকর সম্বলিত এ দোয়াটি পাঠ করার বিশেষ পুরস্কারের কথা বর্ণিত হয়েছে:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী হাযা ওয়া রাযাকানীহি মিন গয়রি হাওলিম্ মিন্নী ওয়ালা ক্যুওয়াহ্।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এ পোশাকটি পরিধান করিয়েছেন এবং আমার কৌশল ও ক্ষমতা ছাড়াই আমাকে তা দান করেছেন।

মুআজ ইবনে আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি নতুন পেশাক পরিধান করে এ দোয়া পাঠ করে, তার আগের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সুনানে আবু দাউদ: ৪০২৩)

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত নবিজি (সা.) নতুন পোশাক পরিধান করলে আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়া পড়তেন:

اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوتَنِيه أسْألك خَيرِهِ وخَيْرَ ما صُنع لَهُ وأعُوذُ بِكَ مِنْ شرِّه وشَرَّ ما صُنِعَ لَهُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানীহি আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা সুনিআ লাহূ ওয়া আঊযুবিকা মিন শাররিহী ওয়া শাররি মা সুনিআ লাহূ।

অর্থ: হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই, আপনিই এ পোশাকটি আমাকে পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এই পোশাকের কল্যাণ এবং যে উদ্দেশে এটি প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি এবং এই পোশাকের অনিষ্ট থেকে এবং যে উদ্দেশে এটি প্রস্তুত করা হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। (সুনানে আবু দাউদ: ৪০২০)

নতুন পোশাক পরিধান করে উল্লিখিত যে কোনো একটি অথবা দুটি দোয়াই আমরা পড়তে পারি।

ওএফএফ