দেশজুড়ে

টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৫৩

টাঙ্গাইলে সাঁড়াশি অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামিসহ নাশকতা করতে পারে এমন সন্দেহভাজন ৫৩ জনকে আটক করা হয়েছে। আরিফ উর রহমান টগর/এফএ/পিআর