প্রবাস

মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ২৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান ও রাজ্য সড়ক পরিবহন বিভাগের যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এসময় বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এ যৌথ অভিযান সকাল ৮টা থেকে শুরু হয়।

অভিযানে দুটি সংস্থার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায় কিছু অবৈধ অভিবাসী কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করছে।

আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন—পাঁচজন বাংলাদেশি পুরুষ, পাঁচজন ভারতীয় পুরুষ, দুজন পাকিস্তানি পুরুষ, দুজন মিয়ানমারের নাগরিক, একজন ইন্দোনেশীয় পুরুষ, সাতজন ইন্দোনেশীয় নারী, একজন ভারতীয় নারী এবং একজন বাংলাদেশি নারী।

তদন্তের জন্য আটক অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) ও ৫৬(১)(ডি) অনুযায়ী মামলা প্রক্রিয়া চলবে।

এক বিবৃতিতে ইমিগ্রেশন কেলান্তান জানায়, অবৈধ অভিবাসী শনাক্তে এমন অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন যেন কেউ অবৈধ অভিবাসী বা সংশ্লিষ্ট বেআইনি কার্যক্রমের তথ্য জানলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন।

বিবৃতিতে বলা হয়, যে কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুবিধা দিলে তার বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

এমকেআর/এএসএম