দেশজুড়ে

গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী মিশাল (১৬) নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হন।শনিবার বিকেলে উপজেলার বল্লা-রতনগঞ্জ সড়কে গান্ধিনা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিশাল উপজেলার মমিন নগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বল্লা বাজার থেকে মিশাল তার দুই বন্ধু স্বাধীন (২২) ও জাহিদকে (১৭) নিয়ে মোটরসাইকেল যোগে রতনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গান্ধিনা নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিশালকে মৃত ঘোষণা করেন। আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস