বাংলাদেশে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙিনা’ শুরু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ প্রদর্শনী সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।
আইওএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রিয় এ উদ্যোগটি এর আগে আফ্রিকার ছয়টি দেশে সফলভাবে বাস্তবায়নের পর প্রথমবারের মতো এশিয়ায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলো।
সিনেমা আঙিনা মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার ১৩টি পৌরসভা ও প্রায় ৪৮০টি গ্রামে ভ্রমণ করবে। এসময় চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, সংগীতানুষ্ঠান, কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণ ও তরুণদের মধ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হবে।
আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো বলেন, যখন অভিবাসন নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে হয়, তখন তা উন্নয়নের এক শক্তিশালী চালিকাশক্তি হয়ে ওঠে। সিনেমা আঙিনা জনগণের কাছে সেই বার্তাই পৌঁছে দেবে।
আইওএমের ভূমধ্যসাগরীয় সমন্বয় কার্যালয়ের পরিচালক সালভাতোরে সর্তিনো বলেন, বাংলাদেশে এ প্রচারণা এক নতুন সূচনা। এটি ইতিবাচক বার্তা প্রচার, গঠনমূলক আলোচনা ও পারস্পরিক শেখার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।
২০০২ সালে ইতালীয় সহযোগিতার উদ্যোগে শুরু হয় সিনেমা আঙিনা। এটি ২০১৮ সাল থেকে আইওএমের অংশীদারিত্বে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি ও নিরাপদ সিদ্ধান্ত গ্রহণে সচেতনতা বৃদ্ধির আন্তর্জাতিক প্রচারণায় পরিণত হয়েছে। গত সাত বছরে এ কার্যক্রম আফ্রিকার ছয়টি দেশে ৬৭০টিরও বেশি অনুষ্ঠান আয়োজন করে প্রায় দুই লাখ ৪৩ হাজার মানুষের কাছে পৌঁছেছে।
জেপিআই/একিউএফ