দেশজুড়ে

মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে গিয়াস উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। রোববার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা পূর্বপাড়া গ্রামের জয়দর মুন্সীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির ফ্রিজের লাইন মেরামত করতে গিয়ে গিয়াস উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস