জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ ৩৫ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিয়েছে শাখা ছাত্রশিবির। রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, শুধু চেতনার কথা বলে ও বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না। দেশে থেকে সবটুকু বিলিয়ে দিতে হয়। দেশের উন্নতির জন্য শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। যেখানে জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা, সেখানে ২ শতাংশও দেওয়া হয় না।
সাদ্দাম আরও বলেন, বাংলাদেশের সমসাময়িক স্বাধীন হওয়া অনেক দেশ এখন ইকোনমিক হাবে পরিণত হয়েছে।
তিনি বলেন, একটি দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে এবং দক্ষ করে তুলতে পারলেই দেশের উন্নতি সম্ভব। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে তবেই দক্ষ জনশক্তি তৈরি হবে। তখনই দক্ষতাসম্পন্ন মানুষদের মূল্যায়ন সম্ভব হয়।
শিক্ষা বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা কার্যক্রম বাড়ানো। কিন্তু এ দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয় এ ব্যাপারে কারও নজর নেই। শিক্ষকদের সামান্য চাহিদা পূরণেও ব্যর্থতা রয়েছে। বিগত সময়ে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দিয়ে আট বছরের বাজেট করা সম্ভব। দেশের ৭৫ শতাংশ ট্যাক্সপেয়ার করই দেয় না, যারা দেয় সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি।
অনুষ্ঠানে ৩৫ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে বৃত্তি, একটি করে কলমদানি, সম্মাননা স্মারক ও সিরাতের বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জবির পিডিএফের সভাপতি নাঈম হাসান আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তৌহিদ হোসাইন।
টিএইচকিউ/এমআইএইচএস/এমএস