দেশজুড়ে

গুন্ডাদের ভোট দি‌লে সারাজীবন ভুগতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

যদি গুন্ডাদের ভোট দেন, তাহলে সারাজীবন ভুগতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) কুড়িগ্রাম সদরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তি‌নি।

জনগণের উদ্দেশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‌‘নতুন রাজনীতিতে আপনাদের এগিয়ে আসতে হবে। যদি আপনারা ভাগ্য বদলাতে চান সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি অধিকার ফিরে পেতে চান, নাকি দাসত্বে অভ্যস্ত হয়ে থাকবেন? জিন্দাবাদের রাজনীতি করবেন, নাকি পরিবর্তনের রাজনীতি? যদি আপনারা গুন্ডাদের ভোট দেন, তাহলে সারাজীবন ভুগতে হবে।’ি

এরআগে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার— এ তিন মূলনীতিকে ভিত্তি করে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট ও সদর উপজেলার ত্রিমোহনী বাজার এবং ঘোষপাড়া এলাকায় ধারাবাহিক পথসভা ক‌রে দল‌টি।পথসভাগুলোতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এসময় উপ‌স্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খাঁন, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

রোকনুজ্জামান মানু/এসআর/এমএস