রাজধানীর কদমতলীর মাতুআইল মেডিকেলের সামনে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালক মো. জাহাঙ্গীর (২৯)। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক জাগোনিউজকে বলেন, ভোর সাড়ে ৩টার দিকে কদমতলী মাতুআইল মেডিকেলের সামনে দুই কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হেলপার সাদ্দাম হোসেন ও জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভোর রাত সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ্দাম। নিহত সাদ্দামের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল।