সমাবেশের অনুমতির ব্যাপারে ডিএমপি কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কারো সাক্ষাৎ পায়নি বিএনপির প্রতিনিধি দল। শনিবার বেলা সাড়ে ১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, দলটির প্রচার সম্পাদক জয়নাল আবেদিন ফারুক ও সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ডিএমপি কার্যালয়ে যান। সেখানে তারা আধা ঘণ্টা অপেক্ষা করেন। এ সময় সেখানে তাদেরকে চা-নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয়। তবে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেননি।ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে জয়নাল আবেদিন ফারুক বলেন, ৫ তারিখের সমাবেশের অনুমতির জন্য আমরা ডিএমপি কার্যালয়ে এসেছিলাম। ইজতেমার কারণে কোনো দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত নেই বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানিয়েছি, ইজতেমা যেমন গুরুত্বর্পূর্ণ। ৫ তারিখের সমাবেশও তেমনি গুরুত্বপূর্ণ।