জোহরা শিউলী
‘ইচ্ছে করে ফড়িং হতে—/ বসব তারে তারে/ কিন্তু বলো মানুষ কী আর/ ফড়িং হতে পারে?’ মন তো কতকিছুই চায়? আমরা কী হতে পারি? ফড়িং, শালিক, হরিণসহ মনের মতো আরও কত কিছু যে হতে ইচ্ছে করে! এবার কিন্তু হচ্ছি আমরা। অবাক হলে? আরেহ, হচ্ছি তো... তবে তা মনে মনে।
সেই মনের দেখা মিলবে ‘ছড়ার কাছে যাই’-এ। ‘ছড়ার কাছে যাই’—এ আবার কী জিনিস? এটি হলো তোমাদের জন্য লেখা চমৎকার একটি ছড়ার বই। ছড়াকার ব্রত রায় ছড়ায় ছড়ায় তোমাদের যে মনের ভেতরে কত রঙিন ভাবনার খেলা করে, তা তাইরে নাইরে করে লিখেছেন।
চলো তাহলে, এই বই থেকে মনে মনে আমরা একটু গিলে ফেলি এক চিলতে রোদও। রোদচুরি ছড়াটায় দেখি—‘ছোট্ট বাড়ির বারান্দাতে/ রোদ পড়ে এক চিলতে/ উঠছে পাশেই অট্টালিকা/ সে রোদটুকু গিলতে।’ ঝলমলে রোদকে গ্রাস করে অট্টালিকা। ইট-কাঠের শহরে মন তো বিষণ্ন হয়-ই।
মন খারাপ ঘুচিয়ে দিতে আছে কিছু গ্রামের ছড়াও। শহর যাদের ভাল্লাগে না, তাদের জন্য রয়েছে ‘গ্রামে চলো’ ছড়াটি। ‘এই শহরে যা নেই সেটা পল্লীগ্রামে আছে/ তাই ছুটে যাই যখন তখন আমরা গ্রামের কাছে/ ক্লান্ত দিঘির জলে/ হংসী ভেসে চলে’। এমনই শান্ত-স্নিগ্ধ গ্রামের লোভ দেখিয়েছেন ছড়াকার ব্রত রায়।
আচ্ছা, তোমাদের কী কোনো বন্ধু আছে সাত্তার নামে? যদি থাকে তাহলে এই লেখা পড়ার ফাঁকে ফাঁকে বই দেখে ‘সাত্তার’ ছড়াটির কিছু অংশ ফিসফিস করো তার কানে। ‘আমাদের সাত্তার/ খুব খোলা হাত তার!/ খেতে গেলে বাইরে/ টেনশন নাই রে!’
আরও পড়ুনশেষের কবিতা: কাব্যধর্মী রোমান্টিক উপন্যাসবালিকারাশি: জীবনের নানাবিধ গল্প
গ্রামের প্রকৃতি, শহরের এক চিলতে রোদের সঙ্গে সঙ্গে বন্ধুকে নিয়ে মজার ছড়ার আয়োজন ব্রত রায় যেমন করেছেন; তেমনই লিখেছেন জীবনের স্বাধীনতার কথা। দেশের কথা। ‘একটা ছোটো পাখি/ সারাটা দিন গাছের ডালে করত ডাকাডাকি/ চায় না কিছুই বেশি/ একটু খাবার, সবার সাথে/ একটু মেশামেশি।’
জীবনের স্বাধীনতার এইটুকু ভাবনার সঙ্গে যোগ করেছেন দেশের ইতিহাসের কথাও। ‘পড়েছ রাপুনজেল, ঠাকুমার ঝুলি/ মার মুখে শোনা শেষ রুপকথাগুলো/ জানো না তো তিতুমীর, ক্ষুদিরাম কারা/ কোথাকার সম্রাট আছিলেন তাঁরা?’
কী ছড়াগুলোর অল্প অল্প লাইন পড়ে মনে হচ্ছে, ইস যদি আরও পড়তে পারতাম! পুরো ছড়া আর বইয়ের সবগুলো ছড়া গপাগপ গিলতে তোমাদের পড়তে হবে ‘ছড়ার কাছে যাই’ বইটি।
বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। তোমাদের যাদের বয়স এগারো বা তার থেকে একটু বেশি; তারা কিনে ফেলতে পারো বইটি। ছড়ার কাছে গিয়ে গিয়ে এবার হারিয়ে যাও ছড়ার রাজ্যে।
এসইউ/এএসএম