সাহিত্য

সহজ জীবন এবং অন্যান্য

সহজ জীবন

যখন আমি সহজ জীবনের কথা বলিতখনই আমার ভাতের ডেকচিতে সেদ্ধ হতে থাকে ধুতরা ফুলযখন আমি সহজ জীবনের কথা বলিতখনই আমার মাথার ওপর দিয়ে চলে যায় মালবাহী ঘুমন্ত ট্রাকতারপর আকাশে বাতাসে ভাসতে থাকে মানবদেহের রক্তাক্ত সুঘ্রাণ।

যখন আমি সহজ জীবনের কথা বলিতখনই কর্পোরেট কালচারের এক্সেল শিটের হিসাবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিআর গলায় ঝুঁলতে থাকে সোনার মেডেলহৃদয়ের পচা দুর্গন্ধ তখন মিশে যায় ভাইরাসের মতো শরীরেযখন আমি সহজ জীবনের কথা বলিতখনই আমাকে দেওয়া হয় ভোগবাদী পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্টসাথে আকর্ষণীয় নারী দেহের বিজ্ঞাপনের মনোরঞ্জন!

যখন আমি সহজ জীবনের কথা বলিতখনই আমি কাতরাতে থাকি হাসপাতালের বেডেআর একটা সিরিঞ্জের সুই আমার সাথে বন্ধুত্ব করতে আসেসাতচারা খেলে, গোল্লাছুট খেলেআমি এ জীবন থেকে দৌড়ে পালাই।

যখন আমি সহজ জীবনের কথা বলিতখনই দেখি রাজনীতির ময়দানজুড়ে রক্তের শরাবঘৃণার বীজ থেকে চারা, তারপর ফসল খেয়ে নিচ্ছে পোকামাকড়।

যখন আমি সহজ জীবনের কথা বলিতখনই আমার কবর খুঁড়ে ফেলে আমার প্রতিবেশী-বন্ধুরাযেন আমি জিন্দা লাশ।

আমাকে ক্ষমা করুনতবুও আমি বলে যাবো সহজ জীবনের কথা!

পান্তা ভাতের মতো সহজ জীবনঅভাবের দিনগুলোর মতোঅভিমানের দিনগুলোর মতোবৃষ্টিতে ভেজার দিনগুলোর মতোতোমাকে ভালোবাসার মতোসহজ জীবন!এত সহজ জীবন আমি কই পাবো?তোমাকে ছাড়া!

****

কর্পোরেট জীবন

হে আমার একবিংশ শতাব্দীতোমার কর্পোরেট জীবনতোমার ভর্তা হোটেলতোমার ট্যাংরা মাছের তরকারিতোমার প্রেমতোমার সুগন্ধি ফুলসাবালিকার হাসিতোমার কবিতারমণীর শাড়িতোমার হারিয়ে ফেলা নীলক্ষেততোমার ধর্মসাগর তোমাকে কুর্ণিশতোমার বেহাত বিপ্লবতোমার নিষ্ঠুর টাইম ব্লকতোমার প্রোডাক্টিভিটি তোমার প্রেডিকশনকোনোটাই নয় তোমার ভবিষ্যৎতোমার হৃদয়ের ফোল্ডারেলুকানো আছে গোপন ভাইরাস! তোমার ব্যাংক ব্যালেন্স তোমার লাইফ পার্টনার তোমার যৌবনতোমার ঘাম আর রক্তমিশে হাহাকার।তোমার কর্পোরেট জীবন তোমার মানহানিকর অতীততোমার রাতকার জন্য জেগে থাকেকে রাখে তোমার কপালে হাত!

****

বোন

বোনেরা ভাই বলে ডাক দেয়ভাইয়েরা বেঁচে থাকেভাইদের আকাশে চাঁদ ওঠেমনের দুঃখগুলো মাটিতে পুতে ফেলেবোনেরা না থাকলেভাইদের কী হতো?ভাইয়েরা আছে বলেবোনেরা ঝগড়া করেএটা-সেটার আবদার করেভাইয়ের মানিব্যাগ ফাঁকা দেখেচুপ করে থাকেতবুও বোনেরা আবদার করেতারপর ভাইদের পকেট ভরে ওঠেবোনের প্রার্থনায়এরপর ভাই এবং বোন মিলেজীবনটাকে উড়িয়ে দেয়দুঃখের সাগরে!

এসইউ/জেআইএম