খেলাধুলা

ট্রান্সফার বাজারের মধ্যমণি

মার্কো রেউসজার্মান ও বরুশিয়া ডর্টমুন্ডের এ মিডফিল্ডার শীতকালীন ট্রান্সফার মৌসুমে সবার কাঙ্ক্ষিত ফুটবলার। রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, বায়ার্ন ও চেলসি তার পেছনে ছুটছে। ইনজুরির কারণে গত বিশ্বকাপ খেলতে পারেননি রেউস। ক্লাব ফুটবলে প্রতি দুই ম্যাচে একটি করে গোল করেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।‘রিলিজ ক্লজ’সহ রেউসকে কিনতে হলে ২৫ মিলিয়ন ইউরো খরচা করতে হবে আগ্রহী ক্লাবকে।উইলিয়াম কারভালহোস্পোর্টিং লিসবনের এ ডিফেন্সিভ মিডফিল্ডারটিকে বিবেচনা করা হচ্ছে এ সময়ের অন্যতম উঠতি তারকা হিসেবে। অ্যাঙ্গোলায় জন্ম নেয়া এ ফুটবলারকে ২০১৪ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে পর্তুগাল। ব্রাজিলে অনুষ্ঠিত সে আসরে মোটামুটি পারফর্ম করলেও চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগিজ লিগে সবার নজর কেড়ে নেন কারভালহো। তার জন্য স্পোর্টিংয়ের বেঁধে দেয়া মূল্য ২৫ মিলিয়ন ইউরো। আর্সেনালের সাথে ম্যানইউ ছুটছে তার পিছনে।এডিনসন কাভানিএ মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা স্টাইকারও এডিনসন কাভানি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে ১৩ গোল করা স্ট্রাইকারটিকে কেনার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার তাকে ভীষণ পছন্দ করেন। আক্রমণভাগে অ্যালেক্সি সানচেজের পাশে আরো একজন ক্ষুরধার স্ট্রাইকারকে খেলাতে চান ওয়েঙ্গার। এজন্য কাভানিই তার সেরা পছন্দ। নাপোলিতে থেকে ৬৪ মিলিয়ন ইউরো খরচায় কাভানিকে কেনে পিএসজি। ৫০ মিলিয়ন ইউরো পেলেই তাকে বেচে দেবে ফরাসি জায়ান্টরা।মার্টিন ওডেগার্ড১৬ বছর বয়সের মধ্যেই বেশকিছু রেকর্ড গড়েছেন মার্টিন ওডেগার্ড। গত বছরের আগস্টে নরওয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে তার। তখন ওডেগার্ডের বয়স ১৫ বছর ২৫৩ দিন। আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ফুটবলার এখন ওডেগার্ড। এরই মধ্যে তার প্রতি হাত বাড়িয়েছে ম্যানইউ, ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও লিভারপুলের মতো জায়ান্টরা। এখন খেলছেন নরওয়ের ক্লাব স্টর্মগুডসেটের হয়ে।উইলফ্রেড বনিআইভরি কোস্টের রাস্তায় ফুটবল খেলে বেড়ে উঠেছেন। প্রতিভার স্বাক্ষর রেখে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের দল সোয়ানসি সিটিতে খেলছেন তিনি। ইংলিশ ফুটবলে যে ক’জন উঠতি স্ট্রাইকার রয়েছেন, তাদের মধ্যে উইলফ্রেড বনি অন্যতম। ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি তার জন্য ৩০ মিলিয়ন ইউরো খরচা করতে প্রস্তুত বলে জানায় ইংলিশ গণমাধ্যম। এছাড়া রিয়াল মাদ্রিদও তাকে কেনার জন্য দেন-দরবার করছে বলে জানায় তারা।