সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৪১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৬৭ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সলিসিটর মুঞ্জুরুল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডারের ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ ল অফিসার্স অর্ডারের ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৬৭ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন-আখতার ফরহাদ জামান, মো. সহিদুজ্জামান, এস. এম. আমিনুল ইসলাম (সানু), এ. এস. এম. বদরুল আনোয়ার, শাহিদা খাতুন, আরিফ খান, মো. জসিদুল ইসলাম জনি, ফাতেমা আক্তার, তাসনুভা শেলী, মো. জহিরুল ইসলাম, শরিফ উদ্দিন আহমেদ,মো. সাইফ উদ্দিন (রতন), রেজা মো. সাদেকীন, এস, এম, ইউনুস আলী রবি, এ. এম জামিউল হক ফয়সাল, মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, একেএম রেজাউল করিম খন্দকার, মো. আবিদ চৌধুরী, মোহাম্মদ আবদুস সামাদ আজাদ, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল হাসান, মো. জামালুর রহিম খান (মো. জে. আর. খাঁন রবিন), শেখ মোহাম্মদ আলী, মো. মিজানুর রহমান, মো. মাসুদ আলম দোহা, আল ফয়সাল সিদ্দিকী, সাইফুজ্জামান, মো. নজরুল ইসলাম (ছোটন), সাদিয়া আফরিন শাপলা, মো. ফারুক হোসেন, মুহাম্মদ আশিকুজ্জামান নজরুল, মোহাম্মদ ফললুল করিম মন্ডল, কাজী এনায়েত হোসাইন, মোহাম্মদ ইমাম হোসেন তারেক, ব্যারিস্টার এম মহিউদ্দিন ইউসুফ, মো. আব্দুল মান্নান, এস এম জাফর সাদিক তানভীর, সুলতান মাহমুদ (বান্না), মোহাম্মদ মহিব উল্যাহ, মো. আহসান হাবীব, এ কে এম এহসানুর রহমান।
তাদের মধ্যে ১৮ জন আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন যারাসহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন- জেসমিন জাহান করিম, মো. মোখলেছুর রহমান, মো. ফারুক হোসেন তপাদার, তারিকুল ইসলাম, খান মাহফুজুন নূর, সৈয়দ আকতারুল ইসলাম, মো. মশিউর রহমান রাহাত, সেলিনা পারভিন সেতু, মো. শফিউল আলম, মো. শায়খুল ইসলাম, মো. মেহেবুব হোসেন, মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমীর, ফাতেমা ইয়াসমিন।
এছাড়া শিমুল সুলতানা, মোহাম্মদ আবুল কাশেম, নাসরিন খন্দকার, রেজাউল করিম, মো. ফেরদৌস সরকার, মো. অহিদুল ইসলাম, শাহিদা সুলতানা শিলা, মোহাম্মদ রেজাউল করিম, নার্গিস পারভীন, খান মোহাম্মদ মোরশেদ, মো. আনোয়ার ইসলাম, মো. নুরুল করিম, জর্জ চৌধুরী, মো. সারোয়ার আলম খান, মুহাম্মদ ফারুক আহমেদ, মো. জিয়াউর রহমান, কামরুজ্জামান সেলিম, মো. ফরিদুল ইসলাম, মীর এ কে এম নূরুন নবী, চন্দন চন্দ্র সরকার, এন কে এম নাজমুল হাসান, মো. গোলামুন নবী, মো. হাসান ইমাম তালুকদার, এসকে, ওবাইদুল হক (ওয়াসিম), আ. হালিম।
এই তালিকায় আরও আছেন রাশেদুজ্জামান মজুমদার, এস এম জাহাঙ্গীর আলম, আরিফুল আলম, আঞ্জুমান আরা বেগম, দেওয়ান হুমায়ুন কবির (রিপন), মো. এমদাদুল হক, আনোয়ারা শিখা, পারভীন কাওসার মুন্নি, মো. হেমায়েত উদ্দিন, ড. নাসরিন খন্দকার, এস এম আরিফুল ইসলাম, নাছিমা খাতুন, কে এম সাইফুল ইসলাম, মো. নুরুল করিম, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ নাজমুল হাসান সিদ্দিকী, এস এম জালাল, খালেদ মাহমুদুর রহমান, মোহাম্মদ আল-মামুন, মো. হুমায়ুন হোসেন তুহীন, তানজিমা তুল মওলা, রায়হানুল ইসলাম, মোহাম্মদ মোশাররফ হোসাইন (মনির), কানিজ সুলতানা, নাজমুল হাসান চৌধুরী (সুমন) ও জিললুর রহমান।
এফএইচ/এমআইএইচএস/এএসএম