টাঙ্গাইল সদর উপজেলার ৫নং ছিলিমপুর ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। এসময় সামাজিক ও স্থানীয় বিভিন্ন নেতাসহ প্রায় সহস্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বুধবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের সুবর্ণতলী বাজার সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়দের দাবি, জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা ও জনসমর্থন না থাকায় বর্তমান ইউপি চেয়ারম্যান হাসমত আলী নদীভাঙনে সীমানা জটিলতা দেখা দিয়েছে দাবি তুলে একটি মামলা করেন। এ মামলার কারণে ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। তবে এ মামলা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি এলাকাবাসীর। তাই অনতিবিলম্বে নির্বাচনের স্থগিতাদেশ বাতিল করে নির্বাচনের দাবি জানান তারা।এ ব্যাপারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজ উদ্দিন সরকার হাবিব জানান, জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা ও জনসমর্থন না থাকায় বর্তমান চেয়ারম্যান হাসমত আলী সীমানা জটিলতার নাম ভাঙিয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেন। এ মামলার ফলে স্থানীয়দের সকল প্রকার উন্নয়নমূলক ও কল্যাণকর কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের একটিও নদীভাঙনের কবলে পড়েনি। নদীভাঙনে এ ইউনিয়নের কোনো ভোটারের ঘরবাড়ি বিলীন না হওয়া সত্ত্বেও তিনি নদীভাঙনের ফলে ৩টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ও সীমানা জটিলতা দেখা দিয়েছে দাবি করে একটি মিথ্যা মামলা দায়ের করে নির্বাচন স্থগিত করেন।সুবর্ণতলী গ্রামের মেম্বার প্রার্থী সহিদুল ইসলাম জানান, ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নদীভাঙনের শিকার হয়েছে দাবি করে মামলা করা হলেও এটি মিথ্যা ও ভিত্তিহীন। এ তিনটি ইউনিয়নের কোথাও গত ১০ বছরের মধ্যে ভাঙনের কবলে পড়েনি বলেও জানান তিনি।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাসমত আলী বাদী হয়ে একটি সীমানা পুনর্নির্ধারণ মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে গত ৪ জুন ষষ্ঠধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে টাঙ্গাইল সদর উপজেলার ৫ নং ছিলিমপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন আদালত।আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি