নীলফামারীর কিশোরগঞ্জে পাখি শিকাররোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়।
পাখিসহ সব বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্নস্থানে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।
পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা ২০১৩ সাল থেকে এ কাজ করে যাচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আমিরুল হক/এনএইচআর/জেআইএম