দেশজুড়ে

সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিয়ে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত। এই হত্যাকারীরা কোনোভাবেই ছাড় পাবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ইতিমধ্যেই হত্যাকারীরা ধরা পড়তে শুরু করেছে। আটকদের কাছ থেকে জানা যাচ্ছে-হত্যাকাণ্ডের সঙ্গে শিবির, জামায়াত ও বিএনপি জড়িত। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জামায়াত-বিএনপির মুখোশ খুলে সাধারণ মানুষের কাছে উন্মোচিত করা হবে। হত্যাকাণ্ড চালিয়ে সরকার উৎখাত করা যাবে না। বরং বিএনপি-জামায়াত এই সকল কাজের জন্য আরো বেশি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। জনগণ আর তাদের বিশ্বাস করে না। পরবর্তী নির্বাচনের সময়  দেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবে। তিনি এই সকল হত্যাকারীদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এসময় উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাফফিলে যোগ দেয়ার কথা রয়েছে মন্ত্রীর। বাদল ভৌমিক/এআরএ/এমএস