টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানানোর প্রতিবাদ জানিয়েছে নাগরপুর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান তুহিন।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশণ ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছাত্রলীগ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রদল, শিবির ও ছাত্র আন্দোলন থেকে অনুপ্রবেশকারীরা ষড়যন্ত্র ও তাদের অংশগ্রহণে কতিপয় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদল, শিবির ও অনুপ্রবেশকারীদের এ ধরনের কর্মকাণ্ডের ধিক্কার জানানো হয়েছে। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে নাগরপুর ছাত্রলীগ কোনো দায়-দায়িত্ব বহন করবে না বলেও জানানো হয়।উল্লেখ্য, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ শাখার অসাংবিধানিক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। শুক্রবার সকালে সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।আরএস/এমএস