জাতীয়

কমলাপুরে ৫টি স্বর্ণের বার উদ্ধার

কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ বিষ্ণু সূত্রধর (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।বিয়ষটি নিশ্চিত করেছেন রেলওয়ে থানা পুলিশের ওসি আব্দুল মজিদ। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে আসা এগারো সিন্দুর ট্রেনের যাত্রী বিষ্ণু কমলাপুর স্টেশনে নামলে তার গতিবিধি সন্দেহজনকভাবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার তাছ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে জিআরপি থানার ওসি মজিদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠানো হবে।