দেশজুড়ে

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের কালিয়ায় যুবক ফরিদ শেখকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফরিদ কালিয়া থানার সীতারামপুর গ্রামের আনছার আলী শেখের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক সালাম শেখকে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে।পুলিশ জানায়, কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের ফরিদ শেখের সঙ্গে একই এলাকার বেন্দারচর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে সালাম শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় ফরিদ কালিয়া ডাকবাংলোর সামনে দিয়ে যাওয়ার সময় সালাম তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা রক্তমাখা ছুরিসহ সালামকে আটক করে পুলিশে দেয়।কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকল্যান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সালামকে আটক করা হয়েছে।হাফিজুল নিলু/এআরএ/এমএস