৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪২ জন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেছেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন। এছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত- উভয় ক্যাডারে ৯৬৮ জন।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে যে কোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার পিএসসি সংরক্ষণ করে।
আরও পড়ুনবর্জনের ঘোষণার পরও লিখিত পরীক্ষায় ৮৮ শতাংশ প্রার্থী ডিজির অনুরোধে প্রাথমিক শিক্ষকদের ‘না’, কর্মবিরতি চলবে
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন।
সেক্ষেত্রে PSC <space> 46 <space> Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে গণমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন
এএএইচ/কেএসআর