টাঙ্গাইলের কালিহাতীতে ৫৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। শনিবার সকালে তাদের আটক করা হয়।আটকরা হলেন- গাইবান্ধার সাখহাটা থানার ঝারাবর্ষা গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন (২০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট কলাবাড়ী গ্রামের রহিম আলীর ছেলে সোহেল রানা সুলতান (২২)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর ৩১ নং পিলারের কাছে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটিকে আটক করে। এ সময় ট্রাক থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফ উর রহমান টগর/এসএস/এমএস