শীতের বুড়ি
শীতের বুড়ি হানা দিলোশিশির ভেজা ঘাসে,খেজুর গাছের পাতার ফাঁকেসূর্য মামা হাসে।
কুয়াশাতে ঢেকে গেছেগাছ-গাছালি সব,গাছের ডালে পাখির ছানাকরছে কলরব।
চাদর গায়ে ছেলে-মেয়েরোদের আলোয় বসে,ভাগ বসাচ্ছে সবাই মিলেটাটকা খেজুর রসে।
****
শীতের সকাল
শীতের সকাল শিশির ভেজাকুয়াশাতে ঢাকা, মায়ের কাছে পিঠা খাবারবায়না করতে থাকা।
শীতের ভোরে চুলার কাছেগোল হয়ে সব বসে,আম্মা তখন চিতই পিঠা ভেজান খেজুর রসে।
রোদের আলোয় বসে সবাইখায় আর গল্প করে,খেজুর রসের চিতই পিঠায়মনটা সবার ভরে।
****
শীতের আগমন
আগমনী বার্তা নিয়েএসে গেছে শীতকাল,চারদিকে শুকিয়ে গেছেপুকুর-ডোবা, বিল-খাল।
হালকা হালকা শীতের পরশলাগছে সবার গায়,ধানের ক্ষেতে কৃষকদেরপাল্লা দেখা যায়।
গাছি কাটে খেজুরের গাছপাতবে রসের হাঁড়ি,খেজুর রসের সিন্নি-পায়েসমজা লাগবে ভারী।
এসইউ