সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। লোহাগড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৭ আগস্ট লোহাগড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৪ জুলাই মনোনয়নপত্র বাছাই এবং ২২ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা গঠিত হয়। ২০১১ সালে এ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয়।হাফিজুল নিলু/এসএস/এবিএস