নড়াইল-লোহাগড়া সড়কের চিত্রাসেতু এলাকায় দুই নসিমনের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষে মান্নান মোল্যা, সাজ্জাদ ফকির, নাজিম শেখ, শহীদ শেখ, নাজিম, আলামিন ও মরফুদুল খানসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা জানান, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া ও চাঁদপুর এলাকা থেকে তারা নসিমনযোগে নড়াইল শহরে আসার পথে চিত্রাসেতু এলাকায় এ দুর্ঘটনার শিকার হন।হাফিজুল নিলু/এফএ/পিআর