বর্তমান সময়ে স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই উদ্বেগ মাথায় রেখেই চালু করেছে চ্যাট লক ফিচার। এই সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কোনো চ্যাট আলাদা করে লক করে রাখা যায়, ফলে অন্য কেউ ফোন হাতে পেলেও সেই চ্যাটে ঢুকতে পারবে না। ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ কথোপকথন সুরক্ষিত রাখার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর ফিচার।
হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার ব্যবহার করলে নির্দিষ্ট চ্যাটটি সাধারণ চ্যাট লিস্ট থেকে সরিয়ে একটি আলাদা লকড চ্যাট ফোল্ডারে চলে যায়। এই ফোল্ডার খুলতে প্রয়োজন হয় ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পাসকোড। ফলে ফোন আনলক থাকলেও চ্যাটগুলো থাকে অতিরিক্ত নিরাপত্তার আওতায়।
চ্যাট লক করতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে। এরপর যেই চ্যাটটি লক করতে চান, সেটির ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর উপরের দিকে থাকা লক আইকন অথবা চ্যাটের প্রোফাইল অপশনে ঢুকে চ্যাট লক অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ফোনের বায়োমেট্রিক বা পাসকোড দিয়ে নিশ্চিত করলেই চ্যাটটি লক হয়ে যাবে।
চ্যাট লক করা হলে ওই চ্যাটের নোটিফিকেশনও সীমিত হয়ে যায়। অর্থাৎ নতুন মেসেজ এলে নোটিফিকেশনে মেসেজের কনটেন্ট দেখা যায় না, শুধু নিউ মেসেজ লেখা দেখায়। এতে করে আশপাশের কেউ সহজে বুঝতেও পারে না কে বা কী বিষয়ে মেসেজ পাঠিয়েছে।
হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে আরও একধাপ এগিয়ে এসেছে সিক্রেট কোড ফর লকড চ্যাটস সুবিধা। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারী নিজস্ব একটি কোড সেট করতে পারেন। সেই কোড না জানলে লকড চ্যাটস ফোল্ডারও খুঁজে পাওয়া যাবে না। এমনকি চ্যাট সার্চ করলেও তা দেখা যাবে না, যা ব্যক্তিগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করে।
লক করা চ্যাট আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেও প্রক্রিয়াটি সহজ। লকড চ্যাটস ফোল্ডারে ঢুকে নির্দিষ্ট চ্যাট নির্বাচন করে আনলক চ্যাট অপশন চাপলেই সেটি আবার সাধারণ চ্যাট লিস্টে ফিরে আসবে। প্রয়োজনে যেকোনো সময় এই সেটিং পরিবর্তন করা যায়।
হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি বড় সংযোজন। অফিসিয়াল কাজ, ব্যক্তিগত আলোচনা বা সংবেদনশীল তথ্য সবকিছুই এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদে রাখা সম্ভব। যারা চান তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট শুধু তারাই দেখবেন, তাদের জন্য এই ফিচার নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে