জাতীয়

নয়াপল্টনে গলিতে গলিতে পুলিশের তল্লাশি

রাজধানীর নয়াপল্টন এলাকায় গলিতে গলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার সকাল ৯টা থেকে পুলিশ ঐ এলাকায় তল্লাশি শুরু করে।অন্যদিকে নয়াপল্টনের পশ্চিম পাশে নাইট অ্যাঙ্গেল মোড় এবং পূর্ব পাশের ফকিরাপুল মোড় দিয়ে কাউকের প্রবেশ করতে দিচ্ছেনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি গণমাধ্যমের কর্মীরা প্রবেশ করতে চাইলেও তাদের নানা ভাবে হয়রানি করা হচ্ছে।এদিকে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার কারণে, সকাল ১০টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২০ দলীয় জোটের নেতাকর্মীদের এই এলাকায় মিছিল সমাবেশ করার চেষ্টা করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোথাও অনুমতি না পেলে শেষপর্যন্ত নয়াপল্টন দলীয় কার্যালয়ে সমাবেশ করার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ছিল যাত্রাবাড়ী ছাত্রদলের।