নরসিংদী বাজারে প্রকাশ্যে গুলি ছুড়ে ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। পরে বিদেশি রিভলভারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা যায়নি। বুধবার দুপুরে নরসিংদী বাজারে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার সামনে এ ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে টহলরত পুলিশ এগিয়ে আসলে ছিনতাইকারীরা পুলিশ দেখে মহল্লার ভিতরে দৌড়ে পালিয়ে যায়। পরে নরসিংদী মডেল থানার অর্ধশতাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শহরের সাটিরপাড়া এলাকার ব্যবসায়ী কাইয়ূম মিয়া বাজার থেকে ৩ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি সোনালী ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাকে জোর করে গলিতে নিয়ে যায়। এসময় ব্যবসায়ী কাইয়ূম চিৎকার করলে পার্শ্ববর্তী টহল পুলিশ ও সাধারণ মানুষ এগিয়ে যায়। পরে অবস্থার বেগতিক দেখে ছিনতাইকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় তারা ব্যবসায়ী কাইয়ূমের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে সক্ষম হয়।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ওই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে। পরে চিরুনি অভিযান চালিয়ে শহরের বকুলতলা এলাকার মৃত আবদুল রহিমের ছেলে বাদশা (২২) ও পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মৃত করিম আলীর ছেলে হুমায়ূনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হুমায়ূন নরসিংদী শহরের বীরপুর এলাকায় আদু মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কাইয়ূম মিয়া বলেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি এই ছিনতাইয়ের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, ঈদ ঘিরে ছিনতাইকারী চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। তাই দুই ছিনতাইকারীকে ঘটনার সঙ্গে সঙ্গে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে, তা একটি অত্যাধুনিক বিদেশি অস্ত্র। এই অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত একজনের নাম পাওয়া গেছে, তাকে তার সহযোগীদের ধরতে ব্যাপক অভিযান চলছে। এই ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কাইয়ূম মিয়া বাদী হয়ে থানায় ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।সঞ্জিত সাহা/এফএ/পিআর