দিনাজপুরের হাকিমপুরে ছেলের রডের আঘাতে আব্বাস আলী (৬০) নামে এক বাবা নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত আব্বাস আলী উপজেলার বোয়ালদাঁড় ইউনিয়নের বোয়ালদাঁড় গ্রামের মৃত শাহাজাহাল আলীর ছেলে।হাকিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন জানান, দুপুরে আব্বাস আলী এবং তার ছেলে মো. আলাউদ্দিনের (৩০) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্বাস আলী ছেলে মো. আলাউদ্দিনকে মারধর করে। এতে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে হাতে কাছে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আব্বাস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে তাদের লিখিত অভিযোগ দায়েরের জন্য অনুরোধ করা হয়েছে।এমদাদুল হক মিলন/এআরএ/এমএস