নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা হাফিজ মুন্সিকে (৪২) কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।নিহত হাফিজ পাংখারচর মুন্সিপাড়ার শ্যামা মুন্সির ছেলে। পরিবারিক সূত্রে জানা গেছে, ডাকাত দল শুক্রবার রাতে প্রবাসী হাফিজ মুন্সির বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে হাফিজ মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। বাড়িতে ভবন নির্মাণের কাজে হাফিজ বৃহস্পতিবার ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। এ বিষয়টি কেউ জেনে ফেলায় ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ডাকাতির ঘটনা, না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।হাফিজুল নিলু/এফএ/আরআইপি