দেশজুড়ে

নবীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় দুই হেলপার ও অপর ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজুল ইসলাম সেলিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল কুদ্দুছের ছেলে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস