জাতীয়

ঢাকা মেডিকেলে নার্সদের কক্ষে তালা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সদের ব্যবহৃত একটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে থ্রোরাসিক বিভাগের চিকিৎসকরা।মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসকরা হাসপাতালে ১১১ নম্বর ওয়ার্ডের পাশের একটি কক্ষে তালা দেয়।হাসপাতালের জ্যেষ্ঠ নার্স সাবিনা শারমিন জানান, ১১১ নম্বর ওয়ার্ডের পাশে নার্সদের ব্যবহৃত কক্ষে সকাল থেকে তালা লাগিয়ে দিয়েছে থ্রোরাসিক বিভাগের চিকিৎসকরা। এর আগেও ওই কক্ষে তালা দেয়া হয়েছিল। পরে হাসপাতালের পরিচালকের হস্তক্ষেপে তা খোলা হয়। অবিলম্বে তালা খুলে না দিলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শারমিন।