মেষ: অতিক্রোধ কার্যোদ্ধারে বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনো বিষয়ে গোপনতার জেরে দাম্পত্য অশান্তি বাড়বে। শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো।বৃষ: পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। প্রেমপ্রণয়ে জটিলতা অস্থিরতা বাড়াবে। বাড়িজমি ক্রয়ের শুভ যোগ।মিথুন: বাকসংযমের অভাবে কর্মস্থলে বিপত্তি। একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধি। গৃহ নির্মাণে ব্যাঙ্কঋণ মঞ্জুরের খবর মিলতে পারে।কর্কট: অতিরিক্ত সরলতা বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার আশা।সিংহ: ফের শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যেতে পারে। বাধাবিপত্তি কাটিয়ে প্রেমপ্রণয়ে সাফল্য। দুর্ঘটনায় রক্তপাতের আশঙ্কা।কন্যা: ব্যবসায়িক কারণে ঋণ নিয়ে চিন্তা বাড়বে। আত্মবিশ্বাসের জোরে কর্মস্থলে সমস্যা সমাধান করে ফেলতে পারেন। চোখ নিয়ে অল্পবিস্তর সমস্যা চলবে।তুলা: ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ বাড়বে। স্বজনের দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পেরে মনঃকষ্ট।বৃশ্চিক: কর্মস্থলে মৌলিক চিন্তাভাবনার স্বীকৃতি মিলতে পারে। জ্ঞাতিদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। সপরিবার দূরভ্রমণের চিন্তা।ধনু: মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে। ভ্রাতৃপ্রতিম কারও দ্বারা উপকৃত হতে পারেন।মকর: কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশের জন্য স্বজনমহলে জনপ্রিয়তা বাড়তে পারে। ললিতকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা বাড়বে।কুম্ভ: কর্মস্থলে দলাদলি থেকে দূরে থাকতে গিয়ে কুচক্রীর বিষনজরে পড়ার আশঙ্কা। নানা উপায়ে অর্থাগমের সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ।মীন: নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। কোনো দুঃসাহসিক সিদ্ধান্তের জেরে বিপত্তির আশঙ্কা। সব বাধায় তুড়ি মেরে প্রেমপ্রণয়ে সাফল্য।