দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। এক সপ্তাহে সহস্রাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। রোগী বেশি থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। আর তীব্র সংকট দেখা দিয়েছে খাবার স্যালাইনের। অন্যদিকে বর্তমানে ফুলবাড়ী হাসপাতালে ৮০ জন ডায়রিয়া রোগেী চিকিৎসাধীন। সোমবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে রোগী ভর্তি হয়েছে ৮০ জন। ফলে বেডে জায়গা না পেয়ে আশ্রয় নিয়েছেন হাসপাতালের মেঝেতে। জায়গা না থাকায় অনেকে ব্যবস্থাপত্র নিয়ে রোগীকে বাড়ি ফিরে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার মো. আরিফ হোসেন জানান, ঈদের দিন থেকে সোমবার বিকেল পর্যন্ত কয়েক হাজার রোগী চিকিৎসা নিতে এসেছে, কিন্তু হাসপাতালের বিছানা না থাকায় অনেককে ভর্তি নেয়া সম্ভব হয়নি। যাদের ভর্তি নেয়া সম্ভব হয়নি, তাদের চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।এদিকে, ডায়রিয়ার প্রাদুর্ভাবের পর বাজারে খাবার স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ফার্মেসির মালিক উত্তম কুমার বলেন, রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মজুদ শেষ হয়েছে। ঈদের ছুটি শেষ হলে আবার সরবরাহ স্বাভাবিক হলে এই সংকট কেটে যাবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ এবং বৈরী আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যকেন্দ্রে শুধু ফুলবাড়ী উপজেলার বাসিন্দারাই আসে না, পৌর শহরের কোলঘেঁষা বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার বাসিন্দারা চিকিৎসা নিতে আসেন। ফলে এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটিতে রোগীর চাপ সব সময় বেশি থাকে।এমদাদুল হক মিলন/এআরএ/এবিএস