নানা রঙের নেইলপালিশ যে কোন বয়সের নারীদের কাছে প্রিয় একটি সাজের সরঞ্জাম। তবে এই নেইলপালিশ নিয়ে কম মাথা ঘামাতে হয় না! হঠাৎ যদি নেইলপলিশ রিমোভার শেষ হয়ে যায় তখনি শুরু হয় যত বিপত্তি। কিন্তু আপনি ইচ্ছে করলেই পেতে পারেন এর হাত থেকে মুক্তি। ঘরোয়া পদ্ধতিতে রিমোভার তৈরি করে। কীভাবে? চলুন জেনে নেই-ভিনেগার এবং লেবুর সাহায্যে :১. একটি পাত্রে পরিমাণমতো ভিনেগার নিয়ে তাতে একটি বড় সাইজের লেবুর রস পুরোটাই দিয়ে দিন।২. হাতের আঙুল দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটি আরও ভালো করে মিশিয়ে নিন। ৩. তারপর আপনার হাত এই মিশ্রণে ২০ সেকেন্ড ডুবিয়ে রাখুন।৪. কিছুক্ষণ ভিনেগার ও লেবুর মিশ্রণে হাত ডুবিয়ে রাখার পর, হাত তুলে নিন এবং তুলো দিয়ে নখের উপর মুছে নিন তারপর দেখুন নেইলপালিশ গায়েব হয়ে গেছে।৫. তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন ভালো করে যেন হাতে ভিনেগার না লেগে থাকে। লেবু ও উষ্ণ গরম পানির সাহায্যে :১. আপনি সহ্য করতে পারবেন এমন উষ্ণ গরম পানি নিয়ে তাতে হাত অথবা পা ৩ থেকে ৬ মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন কিছুক্ষণ পর নেইলপালিশ নরম হয়ে যাবে ও ফেটে যাবে।২. বেশ কিছুক্ষণ হাত গরম পানিতে ডুবিয়ে রাখার পর, যখন হাত তুলে ফেলবেন তখন একটি লেবু ২ ভাগ করে কেটে তা নখের ওপরে ঘষতে থাকুন। দেখবেন নেইলপালিশের রং উঠে গিয়েছে।এইচএন/এমএস