১.জানতে যদি, অন্ধ দু`চোখ বন্ধ করার ফাঁকেইচ্ছেগুলো মরা নদীর বাঁকে`যেন ডুব দিয়েছে জলমগ্ন বক্ষপুটেনির্বাসনের আগেতাই রক্তনদী, বক্ষ জুড়েস্বপ্ন সুঁতো কাঁটে।২.চোখে ধূসর অরণ্য, নান্দনিক ঋজু খুঁড়ে, শেকরে স্পর্শ চায়পাখির পালক উড়িয়ে নেয়, তারে-, পোড়ো অচীন গাঁয়অভিমানের পাতা ভরে ওঠে, ভালোবাসা ধেয়ে এলে অভিমান মরে যায়।৩.শীতঘুম ভেংগে গেলে ঠোঁটে ছোঁয়াচ লাগে উষ্ণতাপেয়ালাকে আঁকড়ে ধরেই বুঝেছি তোমার ব্যস্ততাযাবার আগে চোখের পাতা ছুঁলেসে তোমার উদারতা। অতঃপর, কাটাকাটি এক্কা দোক্কাঅভিমান জমে, বাতাসে উড়ে যায় ফোঁটা ফোঁটা জল, নদী...আমার এ ভুলো মন, মুখ দেখে আয়নায় চোখ চলে যায়, ভুল ঠিকানায়;ধূ ধূ প্রান্তরে আজ কী ভীষণ খরাশুধু ভুল করি, তবু দরজায় নাড়ি কড়া...এইচএন/এমএস