দিনাজপুরের সদর উপজেলায় মো. জাকির হোসেন (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার শশরা ইউনিয়নের অমর পাইল জালিয়া পাড়া গ্রামের নিজ বাড়ির পাশের কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।নিহতের মা মরিয়ম নেছা বেওয়া জানান, গত চারদিন থেকে জাকির হোসেন নিখোঁজ ছিল। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কলার বাগান থেকে দুর্গন্ধ বের হয়। পরে সেখানে গিয়ে জাকিরের মরদেহ দেখতে পায়।কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, মরদেহে পচন ধরে গন্ধ বের হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ান রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।এমদাদুল হক মিলন/এফএ/এবিএস